Home | Hazi Kashem Ali Mohila Degree College, Muktagaccha

Breaking News

img img img img img img img img img

শিক্ষার অলোক বর্তিকা

আলোকিত জনপথ মুক্তাগাছার একজন আলোকিত মানুষ ছিলেন আলহাজ্ব মোঃ কাশেম আলী। সত্য সুন্দরকে ধারণ করে নিজ প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত, মানুষদের জন্য মানুষ এবং সেই মানবের জন্য কিছু একটা করার তাগিদ মানুষের সহজাত প্রবৃত্তি।

সেই তাগিদ থেকে অজ্ঞতার আধাঁর দুরিভূত করে শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করার মহান মানসিতকায় যারা এগিয়ে এসে জীবনের মহত্ত অন্বেষণে মত্ত থাকেন তাঁরা স্মরণীয়। আলহাজ্ব মোঃ কাশেম আলী এদের মধ্যে অন্যতম। স্বাধীন দেশে শিক্ষা বিস্তারে, বিষেশ করে নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান অসামান্য। একক প্রচেষ্ঠায় এতো বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তিনি এক বিরল ব্যক্তিত্ব । শিক্ষা ক্ষেত্রে অবদানের মূল্যায়ন স্বরূপ ২০০৩ সালে রাষ্টীয়ভাবে তিনি ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহীর স্বীকৃতিতে ভুষিত হন। স্ব-যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনি সন্তানদের গড়ে তোলেছেন যোগ্যতম হিসাবে। সমাজকে শিক্ষায় দিক্ষায় বলিয়ান করে এগিয়ে নিতে পারলে সামগ্রিক উন্নয়ন সম্ভব। এমন মানসিকতায় পুষ্ট হয়ে তিনি হাজী কাশেম আলী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। ২৪ সেপ্টেম্বর ২০১০ এই মহান শিক্ষানুরাগী ইন্তেকাল করেন। পরম করুণাময় আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

অধ্যক্ষের বাণী

ঐতিহ্যসমৃদ্ধ হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব কাশেম আলী সাহেব ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার ধারক-বাহক। সারা জীবন তিনি নিজেকে সৃষ্টিশীল কাজে ব্যাপৃত রেখেছিলেন। জীবনের স্বল্প সময়ের মধ্যেই বিপুল অবদান রেখে গিয়েছেন। এই কলেজের অধ্যক্ষে দায়িত্ব গ্রহণ করে আমি তার গৌরবময় সৃষ্টিশীলতার কথা স্মরণ করি। তার চেতনায় পুনঃসঞ্চীবিত হয়ে এ কলেজকে গৌরবান্বিত করতে আজ আমরা উজ্জীবিত। কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) কোর্স সহ বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম ও ব্যবস্থাপনা চারটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সও চালু আছে। শিক্ষকদের সৃজনশীল উদ্ভাবনী বিজ্ঞানসম্মত পাঠদান, দক্ষতা/পেশাগত জীবনে অগ্রগতি ও সফলতা বয়ে আনবে বলে আমি আশা পোষণ করি।

ইতিমধ্যে এ কলেজের শিক্ষক/র্কমচারীর র্কমচঞ্চলতা বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা হয়েছে উদ্যমী। আজ সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে এ কলেজের প্রত্যাশার পরিমাণ পূর্বের চেয়ে আরও বেড়েছে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ আমরা অঙ্গীকারবদ্ধ।

নোটিশ বোর্ড

সভাপতি

img

মোঃ জাকির হোসেন

অধ্যক্ষ

img

মোঃ এখলাছুর রহমান (জুয়েল)

ভিজিটর

Counter