HKMDC | নিয়মাবলী

নিয়মাবলী

উচ্চমাধ্যমিক শ্রেণির ইউনিফর্ম

ছাত্রী  ঃ    সাদা সালোয়ার কামিজ, নেভিব্লু ওড়না, সাদা বেল্ট,সাদা স্কার্ফ ও কালো জুতা।

বেতন প্রসঙ্গ 

১. একাদশ ও দ্বাদশ শ্রেণির মাসিক বেতন ৩০০/= (তিনশত টাকা)। 

২. প্রতি মাসের ১০ তারিখ এর মধ্যে মাসিক বেতন পরিশোধ আবশ্যক। 

৩. নির্ধারিত সময়ে মাসিক বেতন পরিশোধ করতে ব্যর্থ হলে পরবর্তী মাস হতে প্রতি মাসের জন্য ১০/= (দশ) টাকা করে জরিমানা আদায় করা হবে। 

৪. একাধিক্রমে ৩ (তিন) মাস বেতন না দিলে নাম কাটা যাবে। 

৫. প্রতিবর্ষে ২(দুই) টিকরে সিমেস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি সিমেস্টার পরীক্ষার ফি ৫০০/= (পাঁচশত) টাকা।

দ্রষ্টব্য 

১.প্রতি সিমেস্টার পরীক্ষার ফি পরিশোধ করে পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে । 

        ২ .দরিদ্র  ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান করা হয়। 

 

 

সভাপতি

img

মোঃ জাকির হোসেন

অধ্যক্ষ

img

মোঃ এখলাছুর রহমান

ভিজিটর

Counter